Main Menu

আগামী ৫ জানুয়ারী নির্বাচনে নায়ার কবিরকে ভোট দিন-টেলিকনফারেন্সে মোক্তাদির চৌধূরী

+100%-

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম ওবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আগামী ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ নির্বাচন দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার নির্বাচন, দেশের বর্তমান সংবিধানের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৫ জানুয়ারী নির্বাচনে নায়ার কবিরকে আনারস মার্কায় ভোট দিন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধায় আশুগঞ্জের আড়াইসিধায় নায়ার কবিরের নির্বাচনী জনসভায় টেলিকনফারেন্সে এ কথা বলেন।
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আশুগঞ্জের আড়াইসিধা কে.বি উচ্চ বিদ্যালয় মাঠে নায়ার কবিরের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নায়ার কবির ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. হুমায়ুন কবির। জনসভার আহবায়ক আড়াইসিধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ ফিরোজ মিয়ার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আনিসুর রহমান, রুস্তম শিকদার, ডাঃ মোবারক আলী, উপজেলা আওয়ামীলীগের নেতা আমিনুল ইসলাম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান সরকার, সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান কবির, মোহাম্মদ আলী, চর-চারতলা ইউনিয়নের আইয়ুব খাঁন, তাল শহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা, লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদ মাস্টার, শরিফপুর ইউনিয়নে সাফিউদ্দিন চৌধূরী,  তারুয়া  ইউনিয়নের চেয়ারম্যান বাদল সাদির, বাচ্চু মিয়া, শিশু মিয়া, আঃ হক, শরিফপুর ইউনিয়ন অওয়ামীলীগ সভাপতি লাল মিয়া, সামসু মিয়া মিয়াজী, দেওয়ান মোস্তাক, বাছির মেম্বার, সুহাস চৌধূরী  প্রমূখ।
সভায় বক্তাগন দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতিকে নায়ার কবিরকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান। এসময় তারা বিএনপি জামাত-হেফাজতের যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচন বানচালের যে কোন ষড়যন্ত্রকে কঠিন হস্তে প্রতিরোধ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। সভায় আশুগঞ্জ উপজেলার আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্থরের  নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।






Shares