অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত সরাইলে ২ ইটভাটাকে জরিমানা
মোহাম্মদ মাসুদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এমরান হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার শাহবাজপুরে সরকারী জায়গা দখল করে ইটভাটা নির্মান ও তিতাস নদীর পাড় কেটে মাটি উত্তোলনের দায়ে “ আমিন-মিজান ব্রীকস’র মালিককে ১ লাখ টাকা ও উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের মেসার্স নিউ সফল ব্রিকস’র মালিককে পরিবেশের ছাড়পত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি দুটি ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানার কথা স্বীকার করেন।
« আশুগঞ্জে ১৮দলের অবরোধ চলছে (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত »