সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন শিউলি আজাদ
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন ব্রাহ্মণবাড়িয়ার-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মিসেস শিউলি আজাদ। গতকাল বুধবার সকালে সরাইল ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্রগ্রাম বিভাগের মধ্যে প্রথম নারী প্রার্থী শিউলী আজাদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সরাইলের মানুষের প্রাণপ্রিয় নেতা আমার স্বামী এ কে এম ইকবাল আজাদের নৃশংষ হত্যাকান্ডের পর মিডিয়ার স্বচ্ছ সহযোগীতা আমি আজীবন মনে রাখব। তিনি জীবনের ২২ বছর সাধারন মানুষের সাথে মিশে রাজনীতি করেছেন। মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করেছেন। নেয়ার কথা কখনো কল্পনাও করেননি। ইকবাল আজাদের ইচ্ছে ও স্বপ্ন ছিল জীবনে একটিবার হলেও এমপি নির্বাচন করা। আল্লাহ উনাকে সেই সুযোগ দেননি। আমার স্বামীর কৃতকর্ম, সরাইলের সাধারন মানুষ ও আপনাদের সহযোগীতায় আল্লাহর হুকুমে জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন। আজ আমি আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। আজ আমার স্বামী নেই। আছে শুধু তার রাজনৈতিক কর্মকান্ডের স্মৃতি। আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে নারী পুরুষের কর্মের সংস্থান করব। পৌরসভা সহ সকল উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে নেওয়ার জন্য সাধ্যমত চেষ্টা করব। এই জনপদের সাধারন মানুষের ইচ্ছার বাস্তবায়ন ও আমার স্বামীর স্বপ্নপূরন করার জন্য কাজ করে যাব। সরাইল প্রেস কাবের সম্পাদক বদর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রেস কাবের কার্যনির্বাহী সদস্য মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, দেশ টিভি’র জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, এটিএন নিউজের ক্যামেরাম্যান সুমন রায়, বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি শফিকুর রহমান স্বপন, দৈনিক মানবজমিনের সরাইল প্রতিনিধি মাহবুব খান বাবুল, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা জুলকার নাঈন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জহিরুল ইসলাম রিপন, দৈনিক খবরের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ ও দেশেরপত্র প্রত্রিকার জেলা প্রতিনিধি তৌফিক আহমেদ তফছির।