সরাইলে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর
মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে ১৮ দলীয় জোটের ডাকা রাজপথ রেলপথ ও নৌপথ অবরোধের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ছিল উত্তপ্ত। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা সিলেট মহাসড়ক ছিল পিকেটারদের দখলে। সরেজমিনে দেখা যায় গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড ও কুট্রাপাড়া মোড় ও উপজেলা সদরে অবস্থান নেয় উপজেলা বিএনপি। তাদের সাথে ছিল জামায়াত ও ইসলামী ঐক্যজোটের নেতা কর্মী। জেলা বিএনপির কিছু নেতা কর্মীও তাদের সাথে যোগ দেয়। সকাল ১০ টার দিকে কুট্টাপাড়া মোড়ে পুলিশের সামনে একাধিক অটোরিকশা ভাংচুর করে পিকেটাররা। সুযোগে চাঁদাবাজরা কিছু অটোরিক্সায় চাঁদাবাজিও করে। বাদ পড়েনি সংবাদ পত্র বহনকারী গাড়িও। দুপুর ১২ টার দিকে বিশ্বরোড মোড়ে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশায় হামলা চালায় পিকেটাররা। এ সময় পুলিশের উপস্থিতিতে বিশ্বরোড আব্দুল কুদ্দুস মাখন চত্বরে ১০/১২ টি ককটেল বিস্ফোরণ ঘটে। এক পর্যায়ে পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। অবরোধ চলাকালে মহাসড়কে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সরাইল- নাসিরনগর সড়কের স্থানীয় হাসপাতাল মোড়ে গাছের গুড়ি ফেলে সড়কে অবরোধ করে রাখে অবরোধকারীরা। |