সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের আব্দুল কুদ্দুস মাখন চত্বর শিবিরের দখলে
সরাইল প্রতিনিধিঃ দেশ ব্যাপি ডাকা দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচীতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড ছিল ১৮ দলীয় জোটের দখলে। সকালে পিকেটাররা সরাইল-অরুয়াইল- নাসিরনগর সড়কের উচালিয়া পাড়া মাদ্রাসার সামনে বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। সড়কের বিভিন্ন স্থানে পেট্রুল ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে উৎসব করতে দেখা যায়। সকাল ১১টার পর বিএনপি’র দুই গ্রুপ তথা ১৮ দলীয় জোটের লোকজন মহাসড়ক দখলে নেয়। বিশ্বরোড আব্দুল কুদ্দুস মাখন চত্বর শিবিরের দখলে । জামায়াত শিবিরকে সাথে নিয়ে বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সংগ্রাম কমিটির নেতা আনিছুল ইসলাম ঠাকুর ও আনোয়ার হোসেন মাষ্টারের নেতৃত্বে একটি গ্রুপ মহাসড়কের বিশ্বরোড গোল চত্বর থেকে বেড়তলা পর্যন্ত দখলে নিয়ে পিকেটিং শুরু করে। সিএনজি সহ যে কোন যান দেখা মাত্র উত্তেজিত হয়ে পিকেটাররা ভাংচুর করতে তেড়ে যায়। অপরদিকে এ্যাডভোকেট আবদুর রহমানের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের কিছু নেতা কর্মী কুট্রা পাড়া মোড়ে মহাসড়কের উপরে বসে পড়ে সড়ক অবরোধ করে রাখে।
|