সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ। ট্রাক সিএনজি ভাংচুর, দুই প্রবাসী সহ আহত -৪
মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে :দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা গতকাল রাজপথ রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিন সরাইল ছিল উত্তপ্ত। অবরোধকালে পিকেটাররা ট্রাক ও সিএজি ভাংচুর করেছে। এতে দুই প্রবাসীসহ মোট চার যাত্রী আহত হয়েছে। গতকাল সকাল ছয়টা থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড ও কুট্রাপাড়া মোড়ে অবস্থান নেয় উপজেলা বিএনপি’র দুই গ্রুপ। তাদের সাথে ছিল জামায়াত ও ইসলামী ঐক্যজোটের কিছু নেতা কর্মী। বিএনপি’র যুগ্ম আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও আনোয়ার হোসেন মাষ্টারের নেতৃত্বে একটি গ্রুপ বিশ্বরোড গোল চত্বরে অবস্থান নিয়ে পিকেটিং করে। এ্যাডভোকেট আবদুর রহমান ও শাহ আবু তাহেরের নেতৃত্বে অপর গ্রুপটি কুট্রা পাড়া মোড়ে মহাসড়কের উপরে বসে পড়ে অবরোধ করে রাখে। সকাল ৯টায় কাঁচামাল বহনকারী একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে পিকেটাররা। সকাল ১০টায় মহাসড়কের ফাহাদ ফিলিং ষ্টেশনের নিকটে মালবাহী কয়েকটি ট্রাক ভাংচুর করা হয়েছে। দুপুর ১২টায় কুট্রাপাড়া মোড়ে পুলিশের উপস্থিতিতে যাত্রীবাহী একটি সিএনজি (ব্রাহ্মণবাড়িয়া- থ, ১১-১৮৭৫) অটোরিক্সায় হামলা চালায় পিকেটাররা। তাদের লাঠির আঘাতে সৌদী থেকে আসা যাত্রী মোঃ মাসুম (পিপি নং- এ এ-৭৬০০৫৭৯), তার বাবা আবুল হোসেন, কুয়েত প্রবাসী জাহাঙ্গীর ও সিরাজুল ইসলাম আহত হয়েছেন। অবরোধ চলাকালে মহাসড়কে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সরাইল- নাসিরনগর সড়কের উচালিয়া পাড়া মাদ্রাসার ছাত্ররা পাশের স-মিলের গাছের গুড়ি ফেলে সড়কে ব্যারিকেট দেয়। সরাইল সদরেরর সবকিছু ছিল স্বাভাবিক। পুলিশের পাশাপাশি র্যাব- ৯ এর সদস্যদের টহল দিতে দেখা গেছে। |