Main Menu

সরাইলে ভিটি ভূমির উপর বিদ্যুৎ লাইন : বাঁধা দেওয়ায় হামলা ও ভারত পাঠিয়ে দেয়ার হুমকি

+100%-

মোহাম্মদ মাসুদ : সরাইলে এক সংখ্যালঘু পরিবারের ভিটি ভূমি ও পুকুরের উপর দিয়ে জোর পূর্বক কিদ্যুৎ লাইন (এস,টি) টানার জন্য খুঁটি বসানোর কাজ চলছে। বাড়ি ঘর রক্ষায় বাঁধা দিলে স্থানীয় কিছু লোক ক্ষিপ্ত হয়। পরে বেশ কিছু লোক ওই পরিবারের বাড়ি ঘরে হামলা চালায়। এ বিষয়ে প্রতিকার চেয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পত্র সূত্রে জানা যায়, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্ত পাড়া এলাকায় শ্যামল চন্দ্র দেবের ভিটি ভূমি ও পুকুরের উপর দিয়ে বিদ্যুতের খুঁটি বসিয়ে আশপাশের কিছু মুসলমান লোকজন লাইন টানার চেষ্টা করছেন। নিজের ক্ষতি ও সমস্যার কথা চিন্তা করে শ্যামল চন্দ্র দেব ওই কাজে বাঁধা দেন। এতে তারা প্রচন্ড ক্ষিপ্ত হয়। পরে ইমরান, নাসির উদ্দিন, কাজল, মিলন, রফিক, সফিক, হারিছ ও আশিক মিয়া সহ ৩০/৪০ জন লোক সংঘবদ্ধ হইয়া শ্যামলের বাড়িতে হামলা চালায়। লাঠি সোটা দিয়ে তাদের বসত ঘরে আঘাত করে। বাড়ির ছেলে মেয়েদের সামনে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি দেয়। তারা বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলারও হুমকি দেয়। শ্যামল চন্দ্র দেব বলেন, আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি। সরাইল পিডিবি’র (বিক্রয় ও বিতরন বিভাগ) নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসাইন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। খুঁটি অনেক আগে বসানো। তাদের পুকুরের উপর দিয়ে লাইন যাবে। আমি আপাতত কাজ বন্ধ রেখেছি। বিকল্প ব্যবস্থায় কাজ করার চিন্তা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ পত্রটি ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠিয়ে দিয়েছি।






Shares