Main Menu

সরাইলে নিখোঁজের ২০ ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

+100%-

সরাইল  প্রতিনিধিঃ সরাইলে বাড়ি থেকে নিখোঁজের ২০ ঘন্টা পর আশব আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ বিল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকার হাওর (আকাশি বিল) থেকে জালের সাহায্যে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ও তার স্বজনরা জানায়, দৌলতপাড়া গ্রামের বাসিন্ধা আশব আলী দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। তিনি সবসময় ইনহেলার ব্যবহার করতেন। গত বুধবার বিকেল ৪টায় কৃষি কাজের উদ্দেশ্যে তিনি বাড়ির পাশের বিলে যান। সন্ধায় আর বাড়ি ফিরেননি। এতে তার পরিবারের লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। তারা বিলের পানিতে এক জায়গায় তার পড়নের সেন্ডেল দেখতে পান। পরে বিলের পাড় থেকে শুরু করে সমগ্র গ্রাম ও স্বজনদের বাড়িতে খোঁজ করে তাকে পাননি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তারা আকাশি বিলের পানিতে নেমে তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বিলে জাল ফেলে দুপুর ১২টায় আশব আলীর মৃত দেহ উদ্ধার করতে সক্ষম হন। তার দুটি চোখ সহ শরীরের বিভিন্ন জায়গা মাছ ও কাঁকড়া খেয়ে ফেলেছে। কান ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। সরাইল থানার উপ-পরিদর্শক (এস আই) ইশতিয়াক আহমেদ বলেন, অসুস্থ্য বৃদ্ধ মানুষ। এ ছাড়া তার পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যান মেম্বারের তত্বাবধানে লাশ দাফনের অনুমতি দিয়ে এসেছি।






Shares