সরাইলে সাপ আতঙ্ক
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে বিরাজ করছে সাপ আতঙ্ক। ঘুম নেই তের পরিবারের সদস্যদের। একাধিক বেঁদে উজার দারস্ত হয়ে ও কোন কুল কিনারা পাচ্ছেন না তারা। সরাইল সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের আবদুল আলীমের বাড়িতে চলছে এ আতঙ্ক। বাড়ির পাশে রয়েছে ফসলি জমির মাঠ ও কিছু ঝোপঝাড়। গ্রামবাসী ও ভুক্তভোগীরা জানায়, গত তিন সপ্তাহ আগে বাড়িতে এক ফুট লম্বা একটি গোখরো সাপের বাচ্চা দেখতে পান জনৈক গৃহকর্তা হামিদ মিয়া। তিনি কৌশলে বাচ্চাটিকে ধরে বোতলে বন্ধি করে রাখেন। ২/১ দিন পর বাড়ির উঠানে পথে দিনে ও রাতে একাধিক সাপের বাচ্চা দৌড়াদৌড়ি লাফালাফি করতে দেখে বাড়ির লোকজন নিশ্চিত হন বাড়িতে অথবা আশে পাশে বড় গোখরো সাপ রয়েছে। সুযোগ বুঝে যে কোন সময় পরিবারের লোকজনকে ছোবল দিতে পারে। এই ভেবে ওই বাড়ির তের পরিবারের সকল সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনের চেয়ে রাত কাটে তাদের অতিকষ্টে। গত এক সপ্তাহ আগে বসত ঘরের ভিতরে আট ফুট লম্বা ও পাশের খালি জায়গায় সাত ফুট লম্বা দুটি ছলম দেখতে পায় তারা। একটি ছলমের পাশে পড়ে ছিল মৃত একটি বন বিড়াল। তাদের ধারনা সাপের কামড়েই মারা গেছে বন বিড়ালটি। দুটি হাসকেও কামড়িয়ে মেরে ফেলেছে সাপ। নজরুল মিয়ার স্ত্রী গৃহকর্তী লিপি বেগম (৩০) বলেন, ২/১ দিন পূর্বে আবু চাচার ঘরের পেছনে আমি বিশাল আকৃতির একটি সাপ দেখে ভয় পেয়ে যায়। আমাকে দেখামাত্র সাপটি মাথা উপরে উঠিয়ে ফণা ধরে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে কি হয়েছে বলতে পারি না। জনৈক গৃহকর্তা হারুন মিয়া বলেন, ওই দিন কবর স্থানের নিকটে একটি সাপ দেখা মাত্র আমার ভিতর শুকিয়ে যায়। এত বড় সাপ আগে কখনো দেখিনি। হামিদ মিয়া জানান, বাড়ির প্রত্যেকটি পরিবারের মহিলা পুরুষ ও বাচ্চারা চব্বিশ ঘন্টা সাপ আতঙ্কে ভুগছে। কমপক্ষে বাড়িতে ৮/১০ টি সাপ বসবাস করছে। শতাধিক বাচ্চা রয়েছে। কয়েকবার বেঁদে ও উজা এনেছি। তারা ভয় পায়। ক্ষমা চেয়ে অপারগতা প্রকাশ করে চলে যায়। ভাল উজার সন্ধান করছি। কারো সন্ধানে ভাল উজা থাকলে ০১৭২৮-৯৮৪১০০ নাম্বারে ফোন করে সহযোগীতা করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। |
« প্রাণ গেলো ৬ যাত্রীর (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা »