প্রধান মন্ত্রীকে কটাক্ষ করার জের ধরে সরাইলে সংঘর্ষ বাড়িঘর ভাংচুর লুটপাট, আহত- ২০
সরাইল প্রতিনিধিঃ সরাইলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীর পাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, গত বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর পাড়ার বাসিন্ধা আওয়ামীলীগ সমর্থক তোফাজ্জল মিয়া (৫০) ও তাঁর প্রতিবেশী আনসার বিডিপি’র সদস্য বিএনপি’র সমর্থক বিল্লাল মিয়ার (৩০) মধ্যে দলীয় বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় সমর্থক উত্তেজিত হয়ে পড়েন। এ সময় বিএনপি সমর্থক বিল্লাল প্রধান মন্ত্রীকে উদ্যেশ্যে করে অশ্লীল ভাষায় গালি দিলে উত্তেজনা বৃদ্ধি পায়। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে বিল্লাল মিয়া ও তার লোকজন তোফাজ্জল মিয়ার গোষ্ঠীর লোকজনের বাড়িঘরে হামলা চালায়। হামলা কারীরা আওয়ামীলীগ সমর্থক সেলিম মিয়া, প্রবাসী এনামুল হক, মিলু মিয়ার ৪টি বসত ঘর ভাংচুর ও লুটপাট করে। এক ঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। |