প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বখাটের দ্বারা অসহায়-গরীব পরিবারের এক কিশোরী শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সরাইল উপজেলার বেপারীপাড়া গ্রামের মো. কাচু বেপারীর ছেলে সজিব বেপারী দীর্ঘদিন ধরে একই গ্রামের অসহায় পরিবারের এক কিশোরীকে নানাভাবে উত্যক্ত করে আসছে। গত শুক্রবার রাত অনুমান ৯টার দিকে ওই কিশোরী নলকূপ থেকে খাবার পানি সংগ্রহ করতে গেলে সেখানে আগে থেকেই উৎপেতে থাকা বখাটে সজিব ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর শোরচিৎকারে প্রতিবেশী লোকেরা এগিয়ে আসলে সজিব পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী বেপারীপাড়া গ্রামের কল্পনা বেগমসহ অনেকে জানান, বখাটে সজিবের বাবা কাচু বেপারী গ্রাম্য মাতব্বর। সেই সুবাদে সজিব এলাকার নিরীহ পরিবারের অনেক সুন্দরী মেয়ের জীবন সর্বনাশ করেছে। সে ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করতে চেয়েছিল। মেয়েটি তার ডাকে সাড়া না দেয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বখাটের এহেন জঘন্য আচরণে ওই কিশোরী মানসিকভাবে আঘাত পেয়েছে। ধস্তাধস্তিতে মেয়েটি সামান্য আহতও হয়েছে। কিশোরীর পরিবারের লোকেরা জানান, দুই বছর ধরে বখাটে সজিব মেয়েটিকে নানাভাবে হয়রানি করে আসছে। সে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সর্বস্ব কেড়ে নিতে নানা অপচেষ্টা চালায়। বখাটে সজিবের উত্যেক্তের কারণে এলাকার অনেক কিশোরী মেয়েকে বাল্যবিয়ে দিতে বাধ্য হয় ওইসব মেয়ের পরিবার। এ ব্যাপারে সুষ্ঠু আইনগত সহযোগিতা পেতে জেলা পুলিশ সুপারের সহযোগিতা চেয়েছে নির্যাতনের শিকার কিশোরীর পরিবার। সজিবের পিতা কাচু বেপারী বলেন,‘এটি আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র। সেই মেয়েটি সারাদিন বিভিন্ন মানুষের বাড়িতে ঘুরে বেড়ায়। একটি মহল ষড়যন্ত্র চালিয়ে এসব কল্পকাহিনী সাজিয়ে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মো. শাহআলম জানান, ‘বিষয়টি সামাজিকভাবে নিস্পত্তির উদ্যোগ নেয়া হয়েছিল। পরে ছেলে ও মেয়ের বিয়ের প্রশ্ন উঠে আসায় তা সম্ভব হয়নি। ঘটনাটি এখন থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে।’ সরাইল থানার পুলিশ পরিদর্শক (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
|