Main Menu

স্যালাইন না পেয়ে…………!

+100%-

মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইলে কোন চিকিৎসা ছাড়া স্যালাইন চেয়ে না পেয়ে এক মহিলা স্বাস্থ্য কর্মীকে লাঞ্ছিত করেছে সবুজ মিয়া (১৮) নামের এক বখাটে। হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি ও দিয়েছে সে।  বুধবার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর বখাটের ভয়ে হাসপাতাল বন্ধ করে অন্যত্র চলে গেছে স্বাস্থ্য কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগী স্বাস্থ্য কর্মী দিলরুবা বেগম জানায়, বুধবার সকালে অন্যান্য রোগীদের সাথে জনৈক বৃদ্ধ মহিলা হাসপাতালে এসেই একটি স্যালাইন চান। স্যালাইন না থাকায় তিনি বাড়িতে চলে যান। দুপুর বারটায় শাহজাদাপুর গ্রামের বাসিন্ধা মুলকাছ মিয়ার বখাটে ছেলে সবুজ হাসপাতালে এসে তার ফুফুকে স্যালাইন না দেয়ার কারন জানতে চায়। স্বাস্থ্য কর্মী দিলরুবা জানান বর্তমানে ষ্টোরে স্যালাইন নেই। সবুজ তখন উচ্চ স্বরে অশ্লীল ভাষায় দিলরুবা কে গালমন্দ করতে করতে কক্ষে প্রবেশ করে। এক পর্যায়ে দিলরুবাকে সে থাপ্পর দেয়ার চেষ্টা করে। বখাটে চেঁচিয়ে বলতে থাকে সরকার কে ? সরকার মানি না। এখন থেকে হাসপাতাল বন্ধ থাকবে। ঘটনাস্থলে উপস্থিত আজহার ও আল-আমীন নামের দুই ব্যক্তি দিলরুবাকে ওই বখাটের কবল থেকে উদ্ধার করেন। এ সময় উদ্ধারকারীদের উপরও চরম ক্ষীপ্ত হয় সবুজ। ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা দিলরুবা বেগম বলেন, নিজের দায়িত্ব হিসেবে স্থানীয় লোকজনকে চিকিৎসা দিচ্ছি। বখাটে সবুজ অযথা আমাকে অপমান করেছে। সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। আমি এর বিচার চাই। উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন মুঠোফোনে জেলা সদরে অবস্থানের কথা স্বীকার করে বলেন, স্থানীয় পরিদর্শক ও চেয়ারম্যানসহ সকল গন্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি জানিয়েছি। তারাই ব্যবস্থা নিবে।






Shares