সরাইলে দুই কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস
সংবাদদাতা ॥ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই কোটি ১১ লাখ টাকা মূলোর বিভিন্ন মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। সকালে উপজেলার কালীকচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ এর ১২ ব্যাটালিয়নের সদর দপ্তরের (প্রধান কার্যালয়) প্রশিন মাঠে এ মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গত আট মাসে তারা অভিযান চালিয়ে গাঁজা, মদ, চোলাইমদ, ফেন্সিডিল, পাতার বিড়ি, নিষিদ্ধ ইনজেকশন ও বড়িসহ নানা জাতের মাদকদ্রব্য আটক করে। এসব মাদক দ্রব্য আটকের সময় তারা ৮৩ জন আসামীকে আটক করে এবং ৭৭৬ টি মামলা দয়ের করেন। মাদকদ্রব্য ধ্বংসের সময় বিজিবির ১২ ব্যাটালিয়নের সদর দপ্তরে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ শাহজাহান জি, বিচারিক হাকিম নাজমুন্নাহার, শাহীনা আক্তার, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী, মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল কাদির প্রমুখ। |