সরাইলে বিনামূল্যে আশার চক্ষু শিবির
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিনা মূল্যে আশার চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ে আশার সহযোগী প্রতিষ্ঠান হোপ ফর দ্য পুওরেষ্ট (এইচপি) এর সহযোগীতায় প্রতিষ্ঠানের সদস্য সচিব মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু শিবিরের উদ্ভোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। সূত্র জানায়, সরাইলের পল্লী এলাকা অরুয়াইলে দিন ব্যপী চক্ষু শিবিরে ৪২ জন ডাক্তারের পাশাপাশি আশার ৫০ জন লোক স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। অরুয়াইল, পাকশিমুল ও চুন্টা ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই সহর্স্রাধিক রোগী চোখের চিকিৎসা নিয়েছেন। ডাক্তাররা মোট পাঁচ’শ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেছেন। এক’শ করে পাঁচটি গ্রুপে তাদেরকে সিলেটের বালাগঞ্জে নিয়ে তাদের অপারেশন করা হবে। |