পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের, সরাইলে সাংবাদিক ও ছাত্রসহ ৯ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় এবার সাজানো মামলায় আসামী করা হয়েছে জাতীয় দৈনিকের স্থানীয় দুই সাংবাদিক, তিন কলেজ ছাত্র ও চার ব্যবসায়ীকে। গত মঙ্গলবার গভীররাতে দায়ের করা মামলার বাদী নাসিরনগরের কুখ্যাত ডাকাত মনির খাঁন ওরফে মইন্যা ডাকাত এর পিতা গোলাপ খা। মামলার আর্জিতে বলা হয়েছে তার ছেলে মনির বিপথগামী ছিল। নানা অপরাধে লিপ্ত পুত্রকে অপরাধজগত থেকে দূরে সরাতে ব্যর্থ হন তিনি। জনৈক দারোগার পরামর্শে ও সৎ কর্মসংস্থানের আশ্বাসে তার পুত্র ভালো হয়ে যায়। কিন্তু দৈনিক মানবজমিনের সাংবাদিক মাহবুব খান ও দৈনিক খবরের, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডট কম এর সরাইল প্রতিনিধ মো.মাসুদ বিভিন্ন অপরাধের মদদদাতা। তারা মনিরকে অপরাধে লিপ্ত থাকার জন্যে চাপ প্রয়োগ করছিল এবং হুমকী ধামকি দিচ্ছিল। তাদের স্বার্থে আঘাত আসায় পূর্ব পরিকল্পিত ভাবে গত সোমবার সকালে তার ছেলে নাসিরনগর থেকে সরাইল থানায় যাওয়ার সময় উচালিয়াপাড়া মোড়ে (স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে) ১ নম্বর আসামীর (মাহবুব খান) হুকুমে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে মনিরের কাছে থাকা ১৮০০ টাকা ছিনিয়ে নেয়।
|