সরাইলে দুটি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এমপি
সরাইল প্রতিনিধিঃ সরাইলে দুটি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। গতকাল বিকেলে তিনি সদর ইউনিয়নের কুট্রাপাড়া গ্রামের গন্যমান্য লোকদের নিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া করেছেন। উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সংসদ সদস্যের সহায়তায় বৃহত্তর কুমিল্লা জেলা শীর্ষক প্রকল্পের আওতায় পূর্ব কুট্রাপাড়া গ্রামের রাম কুমার সড়কের নির্মাণ কাজ শুরু হচ্ছে। ৯৫০ মিটার দীর্ঘ এ সড়কের নির্মাণের চুক্তিমূল্য ৪৭ লাখ ৩৭ হাজার টাকা। আই আর আই ডিবি প্রকল্পের আওতায় একই গ্রামের কুট্রাপাড়া খেলার মাঠ সংলগ্ন গার্ড সাহেবের বাড়ি থেকে পান্ডবের বাড়ি পর্যন্ত ৫‘শ মিটার দীর্ঘ সড়কের নির্মাণের চুক্তিমূল্য ১৭ লাখ টাকা। সড়ক দুটির ভিত্তি প্রস্থর স্থাপন কালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সরাইল উপজেলার সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ বিল্লাল মিয়া, সম্পাদক মোঃ মাহফুজ ও নোয়াগাঁও ইউপি জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ করিম খান। |