সরাইলে মাইক্রোবাসের চাপায় নিহত ১। চিকিৎসায় অবহেলার অভিযোগ
মোহাম্মদ মাসুদ,সরাইল: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মাইক্রোবাসের চাপায় হেলাল মিয়া(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে। শাহবাজপুর চন্দুমিয়া বাড়ির মৃত মুকছদ আলীর ছেলে মো, হেলাল মিয়া। সে এদিক ওদিক তাকিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। কিছু বুঝে উঠার আগেই ঢাকা থেকে সিলেটগামী একটি বেপরোয়া গতির মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এর আধাঘণ্টা পর সেখানে তার মৃত্যু হয়। হেলাল মিয়ার ভাতিজা মাসুম মিয়া অভিযোগ করে বলেন, হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর আমরা কোনো চিকিৎসকের দেখা পাইনি। সেখানে আধাঘণ্টা কাতরিয়ে চিকিৎসার অভাবে চাচা মারা গেছেন।। সরাইল বিশ্বরোড হাইওয়ে ফাঁড়ি সূত্রে জানা গেছে, বেপোরোয়া গতির জন্য এলাকাবাসী ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করতে পারেনি। নিহত হেলাল (৪০)শাহবাজপুর এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় দ্রতগতির মাইক্রোবাসটি তাকে চাপাদেয় । এব্যাপারে আমরা নিয়মিত মামলা রুজু করব । |
« সরাইলে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষ নিহত ২, আহত ১ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বাঞ্ছারামপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ »