সরাইলে পুলিশের অভিযান ।। ১২ জন গ্রেপ্তার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইলে সম্প্রতি সড়ক ও বসত বাড়িতে ডাকাতি বৃদ্ধি পেয়েছে। তাই বৃদ্ধি পেয়েছে পুলিশের গ্রেপ্তার অভিযান। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার ১২ জন আসামীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, এস আই ইশতিয়াকের নেতৃত্বে পুলিশের একটি দল পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়া ও আহত করার অভিযোগে সদর ইউনিয়নের চানমনি পাড়ার আফজাল হোসেনের পুত্র কবির হোসেন (৩৭), কুট্রাপাড়া গ্রামের নোয়াব আলীর পুত্র সোহেল (২৫), বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানার আসামী শামীম, নোয়াব আলী, হেলাল মিয়া, নুর মিয়া, সিরাজ মিয়া, সোহেল, উসমান গনি কে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সন্দেহে কালিকচ্ছের হিরন মিয়ার পুত্র শারমিন আহাম্মেদ কাউছার (২২) কার্তিক চন্দ্র করের পুত্র শুবল চন্দ্র কর (৩৭) ও সুলতান মিয়ার পুত্র লতিফ (২২) কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, এলাকার আইন শৃঙ্খলার উন্নয়নে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। |
« টানা বর্ষণে স্থবির জনজীবন, রাস্তায় বাড়ছে গর্ত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) জামায়াত ও হেফাজতের সমর্থনে বি এন পি »