সরাইল আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন
প্রতিনিধিঃ সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন (বিলুপ্ত কমিটির) মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহামেদ। মঙ্গলবার এ আবেদন পাঠানো হয়েছে। সাত মাস ধরে আওয়ামীলীগের কার্যক্রম বন্ধ থাকায় সাংগঠনিক কাজে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তৃণমূল নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। আবেদন পত্রের মাধ্যমে জানা যায়, সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম ইকবাল আজাদকে হত্যার পর গত বছরের ২২ অক্টোবর সরাইল আওয়ামীলীগের কমিটি ও কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করে জেলা কমিটি। গত সাত মাস ধরে দলের কার্যক্রম বন্ধ থাকায় সংগঠনে বিভিন্ন ধরনের সমস্যা জটিলতা দেখা দিয়েছে। সুযোগে তৃণমূলের নেতা কর্মীদের বিভিন্ন দলে যোগদান করানোর জন্য সক্রিয় ভাবে কাজ করছে কিছু লোক। ইতিমধ্যে অনেকে অন্য দলে যোগদান করেছেন। দল ক্ষমতায় থাকার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচীতে অবহেলিত হচ্ছে দলীয় নেতা কর্মীরা। দলকে সক্রিয় ও বেগবান করার লক্ষ্যে দ্রুত সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত একটি আবেদন পাঠানো হয়েছে। |