প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়কে গন ডাকাতি হয়েছে। গত রবিবার গভীর রাতে সরাইল-নাসিরনগর সড়কের পাঠান পাড়া ও সরাইল-অরুয়াইল সড়কের পাকশিমুলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীরা জানায়, মাছ বোঝাই ট্রাক্টর নিয়ে সরাইল থেকে ভৈরবে যাওয়ার পথে সড়কের পাঠান পাড়া নামক স্থানে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। চালক দ্রুত গতিতে ওই জায়গাটি অতিক্রম করার সময় ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ ১৪ হাজার টাকা ও সাতটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় তিন যাত্রী গুরুতর আহত হয়। একই রাতে সরাইল থেকে অরুয়াইল যাবার পথে পাকশিমুলের বারৈই বাড়ি এলাকায় কয়েকটি যাত্রীবাহী সিএনজি আটক করে দেশী অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, ডাকাতির ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
|