পুলিশের গুলিতে নিহত হেফাজত কর্মী সৌরভের লাশ সরাইলে দাফন এলাকায় শোকের মাতম
সরাইল প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের কাঁচপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হেফাজতে ইসলামের কর্মী মারজানুল ইসলাম সৌরভ নামের এক যুবক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের পূর্ব পাড়ার মো. এনামুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, মাদ্রসা ছাত্র সৌরভ গত ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচী সফল করতে ঢাকায় যায়। অবস্থান নিয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে। গভীর রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে হেফাজত কর্মীদের সাথে দৌড়ে এসে অবস্থান নেয় কাঁচপুরে। এ সময় তার বড় ভাই আরিফুল ইসলাম সৌরভের সাথে ছিল। ৬ মে ভোরে কাচঁপুরে মহাসড়কের উপর পুলিশের সাথে চলে হেফাজত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া। এক সময় কপালের বাম পাশে গুলিবিদ্ধ হয় সৌরভ। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে সে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পাঁচ ভাইয়ের মধ্যে সৌরভ ছিল সবার ছোট। মেধাবী ছাত্র সৌরভ অষ্টম শ্রেণীর সেন্টার পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। গতকাল সকালে সৌরভের লাশ দেওড়া গ্রামে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষ বারের মত তাকে দেখার জন্য গ্রামের শত শত নারী পুরুষ ভীড় জমায়। কান্নায় ভেঙ্গে পড়ে তার সহ পাটিরা। বাদ জোহর জানাযা শেষে নিহতের লাশ দেওড়া গ্রামের পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তার জানাযায় তিন শতাধিক লোক অংশ গ্রহন করেছে। নিহতের চাচা মৌলভী আমিরুল ইসলাম জানান, সোমবার নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় হেফাজতে ইসলামের কর্মীদের ওপর পুলিশ হামলা চালায়। এসময় আশপাশ এলাকার লোকেরা এগিয়ে আসলে পুলিশ গুলি চালায়। এতে সৌরভ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। |