Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

+100%-
রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর বিলে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সরাইলের শাহবাজপুর গ্রামের আবু ছায়েদের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর গ্রামের মায়া গাজীর ছেলে আনছর আলী (৩৫)।

শাহবাজপুর বাজারের ব্যবসায়ী শাপলা মিয়া বাংলানিউজকে জানান, দু’জনই স্থানীয় শাহবাজপুর বিলের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রাহত হন। এর মধ্যে আনোয়ার হোসেন শাহবাজপুর গ্রামের পল্লী চিকিৎসক নওয়াব মিয়ার জমির ধান কাটতে গিয়েছিলেন।

নওয়াব মিয়া জানান, আনোয়ারসহ আরো চারজন বুধবার সকাল থেকে শাহবাজপুর বিলে তার জমির ইরি ধান কাটছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী ও বিজয়নগর থানার ওসি রসুল আহমেদ নিজামী দুই শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।






Shares