সরাইলে জামায়াতের মিছিলে শ্লোগান– “ধরে ধরে ধরে না, ধরলে শিবির ছাড়ে না”
সরাইল প্রতিনিধিঃ দলীয় নেতা কর্মীদের মুক্তির দাবীতে বিএনপি তথা ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতাল গতকাল শেষ হয়েছে। হরতালের শেষ দিনে সরাইলে জামায়াত ইসলামের নেতা কর্মীরা পৃথক মিছিল করেছে। উপজেলা জামায়াতের আমীর মাওলানাা কুতুব উদ্দিনের নেতৃত্বে সকাল ১০টায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিল মানেই শ্লোগান। দাবী আদায়ের জন্য বজ্র কন্ঠে একজন শ্লোগান দেন, অন্যরা সমস্বরে শ্লোগানে স্বর মেলান বিকট শব্দে। গতানুগতিক শ্লোগানের পাশাা পাশি গতকাল জামায়াতের ব্যতিক্রম একটি শ্লোগান সাধারন মানুষের দৃষ্টি কেড়েছে। শ্লোগানটি হচ্ছে- “ ধরে ধরে ধরে না, ধরলে শিবির ছাড়ে না”। শ্লোাগানের কথা গুলো সর্বত্রই আলোচিত হচ্ছে। হচ্ছে চুল ছেড়া বিচার বিশ্লেশন। কাকে ধরে ও তারা ধরে না ? কেনই বা ধরে ? ধরলে শিবির কেন ছাড়ে না ? না ছেড়ে তারা কি করেন ? না ছাড়ার অর্থই বা কি ? এমন আলোচনার ঝড় বইছে এখন গোটা সরাইলে। এ প্রসঙ্গে জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন বলেন, আমি সামনে ছিলাম। এমন শ্লোগান শুনিনি। পেছনে কেউ দিয়েছে কিনা বলতে পারব নাা। |