Main Menu

সকাল ১০ টা পর্যন্ত ছালাম ১২ টার পর ভিজিট

+100%-
সরাইল প্রতিনিধিঃ সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখানে দাবড়িয়ে বেড়াচ্ছেন বিভিন্ন ঔষধ কোম্পানীর এম আর। তারা মানছেন না কোন নিয়ম নীতি। রোগীদের পেছনে ফেলে তারা দখর করে নেন জরুরী বিভাগ সহ অন্যান্য ডাক্তাদের চেম্বারের চেয়ার। গ্রাম থেকে আসা অনেক রোগী এম আর দের ডাক্তার মনে করে দাঁড়িয়ে থাকেন চুপচাপ। গতকাল সকাল পোনে দশটায় জরুরী বিভাগের সামনের দুই চেয়ারে বসে ঔষধের বয়ন করছেন দুই এম আর। একজন হচ্ছেন স্থানীয় ফারিয়া নামক সংঘঠনের সভাপতি মঈন বেলাল। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি একটু নড়েচড়ে বসেন। রোগী দেখার সময় আপনারা এমন ডিষ্টার্ব করছেন কেন ? এমন প্রশ্নের উত্তরে বেলাল বলেন, সকাল ১০ টা পর্যন্ত এম আর রা ডাক্তারদের ছালাম দিতে পারবে। তবে ভিজিট করবে ১২ টার পর। অপরদিকে এ বিষয়ে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম জহিরুল ইসলাম বলেন, ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের বলে দেওয়া হয়েছে দুপুর ১টার পর ডাক্তার ভিজিট করতে। কিন্তু তারা ১টার আগেই এসে ঘুরাফেরা করে। কিছু বললে তারা বলেন, গাছ তলায় বসে সময় কাটাচ্ছি। সময় হলে ডাক্তার ভিজিট করব। প্রসঙ্গতঃ রোগী দেখার সময়ে সরকারি এ হাসপাতালে এম আর দের দৌরাত্বে স্বাস্থ্য সেবার ব্যাঘাত ঘটছে। বিব্রত বোধ করছেন ডাক্তাররা। কিন্তু কোন নিয়ম নীতি মানতে নারাজ তারা। এ বিষয়ে উপজেলা আইন শৃঙ্খলা সভায় ও একাধিকবার আলোচনা হয়েছে।






Shares