প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক স্কুল ছাত্রীকে লাঞ্চিত করার অভিযোগে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ওরফে মাইল্লা (২২) ও নাজির মিয়ার ছেলে সালমান মিয়া (২০)। সোমবার দিবাগত রাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলা সদরের কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে গত তিন মাস ধরে মাইল্লা ও সালমান স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। কয়েকদিন আগে ওই ছাত্রীর অভিভাবকরা বিষয়টি মাইল্লার পরিবারকে অবহিত করেন। এতে মাইল্লা ও সালমান ক্ষিপ্ত হয়ে গত সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে চড়থাপ্পড় মেরে লাঞ্চিত করে। দুপুরে স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে সালিস বেঠকে বসেন। সালিসে দুই বখাটেকে জুতা পেটা করার সিদ্ধান্ত হয়। সালমানকে জুটাপেটার করার সময় মাইল্লা সালিসকারকদেরকে গালমন্দ করে ওই ছাত্রীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সালিসি বৈঠক ত্যাগ করে। সন্ধ্যার পর দুই বখাটে যুবক ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ছাত্রীটিকে হত্যার হুমুকি দেয়। পুলিশ গত সোমবার রাতে দুই বখাটেকে গ্রেপ্তার করে। প্রধান শিক্ষক মোঃ খুরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা ডেকে আমরা ঘটনাটির প্রতি নিন্দা জানিয়েছি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, কথিত সালিসকারকদের চাপে ওই ছাত্রীর পরিবার থানায় মামলা দিতে আসেনি। তবে দুই বখাটেকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। |