সরাইলে হরতাল পালিত, রাজপথে লাঠি হাতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা
প্রতিনিধিঃ সোমবার সারা দেশে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী আদায়ের জন্য ডাকা সকাল-সন্ধা হরতাল সর্বাত্বক ভাবে পালিত হয়েছে। সরাইল সদর, ঢাকা-সিলেট মহাসড়ক ও বিশ্বরোড মোড় ছিল পিকেটারদের দখলে। লাঠি সোটা হাতে রাজপথ ছিল মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীদের দখলে। বিক্ষোভ মিছিল ও পথসভার মাধ্যমেই তারা দিনটি অতিবাহিত করেছে। বিশ্বরোডের পথ সভায় আমাদের দেশ পত্রিকা বুকে জড়িয়ে ধরে বক্তব্য রাখেন দলীয় নেতারা।
প্রধান শিরোনাম “ফখরুল মওদুদ সহ আরও ৮ নেতা জেলে” এ ঘটনার নিন্দা জানিয়ে তারা বিএনপি’র ওই নেতাদের মুক্তির দাবী জানান। সকাল সাড়ে সাতটায় একটি মিছিল সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা সরাইল- নাসিরনগর- লাখাই সড়কের হাসপাতালমোড়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। সেখানে অবস্থান করে টায়ার জ্বালিয়ে দিনভর পিকেটিং করেছে তারা। তাদের সাথে ইসলামী ঐক্যজোট, ছাত্রদল ও ছাত্র শিবিরের কিছু নেতা কর্মী ও পিকেটিং করেছে। বিশ্বরোড মসজিদ থেকে মাত্র বিশ গজ দূরে মহাসড়কের উপর যোহরের নামাজ জামায়াতের সাথে আদায় করেছেন হেফাজতে ইসলামের নেতা কর্মীরা। দূর পাল্লার গাড়ি, টেম্পু, সিএনজি অটোরিক্সা, রিক্সা, মটর সাইকেল থেকে শুরু করে মহাসড়কে কোন যানবাহন চলাচল করেনি। রোগী বহনকারী সিএনজি ও সংবাদ কর্মীদের মটর সাইকেলের দিকে লাঠি সোটা নিয়ে প্রায়ই তেড়ে আসে পিকেটাররা। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। রাজপথ ছিল একদম ফাঁকা। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। সরকারি অফিস গুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল অতিনগন্য। |