প্রতিবেদক : বাস ও ট্রেন বন্ধ করে দেয়ায় ঢাকায় লংমার্চ অংশগ্রহন না করতে পারায় ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মী সমর্থক শনিবার খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইল বিশ্বরোড খেলার মাঠে অবস্থান নিয়েছে। মাঠে তৈরী করা অস্থায়ী মঞ্চে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে হাজার হাজার হেফাজত কর্মী সমাবেশস্থলে পায়ে হেটে যোগ দেয়। সমাবেশে হেফাজতের বক্তারা বাস, ট্রেন ও নৌ-পথে সব ধরনের পরিবহন বন্ধ করে দেয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, সব কিছু বন্ধ করে লংমার্চ কর্মসূচিকে বানচাল করা যাবে না। মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাওলানা রহমত উল্লাহ, মাওলানা আশেকে এলাহী প্রমুখ। বক্তারা জানান, কেন্দ্রিয় নির্দেশের অনুমতি পেলে সব কিছু অচল করে দেয়া হবে। যতক্ষণ পর্যন্ত মহানবী (সাঃ) ও ইসলাম অবমাননাকারী নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হবে ততন পর্যন্ত তাদের আন্দোলন চলবে। |