Main Menu

সরাইলে কুখ্যাত হেলাল ডাকাত গ্রেপ্তার

+100%-


প্রতিনিধি : অর্ধডজন মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত হেলাল কে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুট্রাপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৫ মার্চ রাতে পূর্ব কুট্রাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির লোকজনকে বেঁধে ২০ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে সাত লাখ টাকা লুটে নেয় সংঘবদ্ধ ডাকাত দল। ওই ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী হেলাল। হেলাল সদর উপজেলার খাটিহাতা গ্রামের জমির আলীর পুত্র। খুন, চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে। সরাইল থানায় ৩ টি ও সদর থানায় ৩টি মামলার পলাতক আসামী হেলাল। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের তালিকাভুক্ত ডাকাত সে। ২০১১ সালের রমজান মাসে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে এক ট্রাক চালককে হত্যা করা হয়েছিল। হেলাল ওই মামলার তিন নং আসামী। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, হেলালকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ রিমান্ডের আবেদন করা হয়েছে।



« (পূর্বের সংবাদ)



Shares