সীমান্তে চোরাচালান, নারী-শিশু পাচাররোধে সেমিনার
প্রতিনিধি : সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে বিজিবি সার্বিক ব্যবস্থার উন্নয়ন এবং শক্তি বৃদ্ধিকরণ এক সেমিনার সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলস্থ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়। উত্তর-পূর্ব রিজিয়ন সদর দফতর এর ব্যবস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.বি.এম. গোলাম মোস্তফা পিএসসি। বিজিবি ১০ ব্যাটালিয়নের মেজর জাহিদুল ইসলাম, মেজর মাহবুবুর রহমান, বিজিবি ১১ ব্যাটালিয়নের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেজর মাহমুদুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিজিবি ৫ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল সফিউল আজম। মূল বক্তব্যের উপর সমালোচনামূলক বক্তব্য রাখেন বিজিবি ১২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শাজাহান সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলেয়া চৌধুরী ও এনজিও ব্যাক্তিত্ব আবুল বাসার। মুক্ত আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাব সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব খান, সাংবাদিক মনির হোসেন, স্কুল শিক্ষক শেখ এনায়েত রাসেল ও ইউপি সদস্য ফয়সল আহমেদ বাসির। স্থানীয় জনপ্রতিনিধি, শিা কর্মকর্তা, শিক-শিকিা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনারে চোরাচালান ও শিশু পাচার রোধে বিজিবি’র কর্ম তৎপরতা নিয়ে বিশদ আলোচনা হয়। |
« আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট বন্ধ, জাতীয় গ্রীডে ২৭৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস (পূর্বের সংবাদ)