Main Menu

সরাইলে ইকবাল আজাদের নামে সড়ক ও স্মৃতিস্তম্ভ নির্মানের দাবীতে স্মারকলিপি

+100%-

প্রতিনিধি : সরাইলে শহীদ আওয়ামীলীগ নেতা এ কে এম ইকবাল আজাদের নামে সড়কের নামকরণ ও চত্বরের দাবীতে জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি দিয়েছে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় আড়াই শতাধিক লোকের স্বাক্ষরযুক্ত এ স্মারক লিপি প্রেরন করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগ নেতা কাজী পাহলভী ও শ্রমিক নেতা ইনু মিয়া নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান খানের নিকট স্মারক লিপিটি জমা দিয়েছেন।

স্মারক লিপি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ঢাকাস্থ সরাইল থানা সমিতির সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গন মানুষের অবিসংবাদিত নেতা ইকবাল আজাদকে নির্মম ভাবে খুন করে সরাইলের ইতিহাসকে কলংকিত করা হয়েছে। প্রিয় নেতার হত্যাকান্ডে সর্বস্থরের মানুষ আজ শোকাহত, আশাহত ও ভাষাহত। খুনীদের বিচারের দাবীতে সকলেই সোচ্ছার। তার স্মৃতিকে অক্ষয় করে রাখতে উচালিয়া পাড়া মোড় থেকে সকাল বাজার বিএডিসি পর্যন্ত সড়কটি শহীদ আলহাজ্ব এ কে এম ইকবাল আজাদের নামে নামকরন ও অন্নদা স্কুল মোড়ে(চত্বরে) তার নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মান করার দাবী জানানো হয়েছে।






Shares