লিলু মিয়া হত্যাকান্ড, রফিক উদ্দিন ঠাকুরের রিমান্ড মঞ্জুর
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেনে আদালত। লিলু মিয়া হত্যা মামলায় মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা ফেরদৌসের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। লিলু মিয়া হত্যা মামলাটি কুমিল্লার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছেন। মামলার প্রধান আসামী রফিক উদ্দিনের সাত দিনের রিমান্ড আবেদন জানানো হলে বিজ্ঞ আদালত তিন দিনের মঞ্জুর করেন। জানা যায়, আওয়ামীলীগ নেতা ইকবাল আজাদ খুনের ঘটনায় দীর্ঘদিন পালিয়ে থেকে জেল হাজতে গেলে রফিক ঠাকুরকে শ্যেন এরেস্ট দেখানো হয়। সরাইল সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় গত বছরের ১২ জুন সদর কুট্টাপাড়ায় খুন হন লিলু মিয়া। এ ঘটনায় লিলু মিয়ার স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। |
« আখাউড়ায় বিপুল পরিমান ভারতীয় পটকা জব্ধ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) পৈরতলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু »