Main Menu

ইকবাল স্মৃতি সংসদের আলোচনা সভা

+100%-

প্রতিনিধিঃ সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শহীদ এ কে এম ইকবার আজাদের ল্য, উদ্দেশ্য ও অসমাপ্ত সকল সামাজিক কাজ বাস্তবায়নের ঘোষনা দিয়েছেন তার স্ত্রী শিউলি আজাদ। বিকেলে সরাইল উপজেলা চত্বরে ইকবাল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দিয়েছেন। সংগঠনের আহবায়ক এ্যাডভোকেট জয়নাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- প্রয়াত ইকবাল আজাদের ছোট ভাই প্রকৌশলী জাহাঙ্গীর আজাদ, একমাত্র ছেলে ইফাজ ইকবাল, আ’লীগ নেতা ও শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম খোকন , আহমদ মৃধা, কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী ইকবাল হোসেন, যুবলীগ নেতা কাজী আমিনুল ইসলাম শেলভী, এ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তুু প্রমূখ। আলোচনা সভা এক সময় মহা সমাবেশে রুপ নেয়। সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ইকবাল আজাদকে হত্যা করে যারা সরাইলের রাজনীতিকে কলুষিত করেছে আমারা তাদের ফাঁসি চাই। ইকবালের পরিবারের পাশে ছিলাম আছি এবং থাকব। এক সময় তারা শিউলি আজাদের নেতৃত্বে সরাইলের উন্নয়নে কাজ করার ঘোষনা দেন। শিউলি আজাদকে সরাইল আসনের সংসদ সদস্য দেখার আশাবাদ ও ব্যক্ত করেন। ইফাজ ইকবাল বলেন, আমার বাবা শুধু ছেলে হিসেবে পৃথিবীতে আমাকে রেখে যাননি। রেখে গেছেন সরাইলে আরো লাখো ছেলে।  প্রধান অতিথির বক্তব্য দিতে এসে অজোরে কাঁদতে থাকেন শিউলি আজাদ। এ সময় সভায় উপস্থিত পাঁচ সহস্যাধিক নারী পুরুষ কান্নায় ভেঙ্গে পড়েন। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, প্রচন্ড শৈত্য প্রবাহকে উপো করে আজকের এ সভায় আপনাদের উপস্থিতি প্রমান করে ইকবাল আজাদ ও তার পরিবারের প্রতি আপনাদের কত ভাল বাসা। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। হত্যার বিচারের দাবীতে আপনারা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করছেন। এ ঋন পরিশোধ করার নয়। স্বামী হত্যার বিচারে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের কথা তিনি সকলকে জানান। আমার প্রয়াত স্বামীর অসমাপ্ত ল্য নারীর উন্নয়ন, শিার সম্প্রসারন, সামাজিক উন্নয়ন সহ সকল কাজ আমি ইকবাল স্মৃতি সংসদের মাধ্যমে সমাপ্ত করতে চাই। আমার স্বামীর মত আমি ও আপনাদের পাশে আছি এবং থাকব।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন যুবলীগ নেতা শের আলম ও ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মিল্লাদ।






Shares