Main Menu

১০ ঘন্টা অন্ধকারে সরাইল!

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ আকাশে মেঘ জমলেই কাঁপুনি শুরু হয় সরাইল বিদ্যুতের। এরই ধারাবাহিকতায় গত সোমবার দিবাগত রাতে ১০ ঘন্টা অন্ধকারে ছিল গোটা সরাইল। ফলে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়েছে কয়েক হাজার গ্রাহককে।

সরেজমিনে গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, সোমবার সন্ধ্যার পর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে। রাত সাড়ে ৭ টার দিকে বৃষ্টির পরিমাণ একটু বেড়ে যায়। ৮ টার দিকেই চলে যায় বিদ্যুত। সরাইল সদর, নোয়াগাঁও, কালিকচ্ছ, চুন্টা সহ আশপাশের এলাকায় ভোর ৬টা ১৫ মিনিটে আসে বিদ্যুৎ। টানা ১০ ঘন্টা বেশী দূর্ভোগে পড়ে রোগী ও শিশুরা।
চায়না চার্জার লাইটের আলো শেষ হওয়ার পর অন্ধকার কক্ষে ভূঁতুরে অবস্থায় পড়ে যায় লোকজন। আর মোবাইলের চার্জ ফুরিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় সকলের মুঠোফোন। সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মাঈন উদ্দিন জুয়েল বলেন, উপজেলা পরিষদ এলাকায় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে গিয়েছিল। তাই লাইন চালু করতে কিছুটা সময় লেগেছে।






Shares