স্বাধীনতার পরে আওয়ামীলীগের এমপি নেই সরাইলে : মাহাবুবল বারী চৌধুরী মন্টুকে সমর্থন
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে দলমত নির্বিশেষে সমর্থন জানিয়েছে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নবাসী। একই সাথে তারা মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী করারও দাবি জানিয়েছেনে। সোমবার বিকেলে শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের জনতার অংশগ্রহণে এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।
শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা দীলিপ নাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার, সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বাবুল, ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মনসুর আলী দানা, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, ব্যবসায়ী আতাউর রহমান পিন্টু, শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল প্রমুখ।
জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন বলেন, স্বাধীনতার পর নৌকার কোন প্রার্থী না থাকায় আপনাদের এলাকা অবহেলিত। তাই আপনারা হয়তো এমপির পাওয়ার সম্পর্কে অবহিত নন । একজন এমপি চাইলে অনেক সমস্যারই সমাধান করতে পারে। মা-মাটি-সন্তান, তিনটার সমন্বয়ে আপনারা আপনাদের অধিকার কিভাবে ছিনিয়ে আনবেন তা আপনাদের কর্মের উপর নির্ভর করবে।
জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম বলেন, আপানাদের সমর্থনের মাধ্যমে আজ মাহাবুবুল বারী চৌধুরীর এমপি হওয়ার পথে ভিত্তিপ্রস্তর স্থাপন হল। শাহবাজপুর-শাহাজাদাপুর দুই ইউনিয়ন একসাথে আগাতে পারলে জেলা আওয়ামীলীগ-যুবলীগের সহযোগিতায় আমাদের সফলতা আসবেই।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীলিপ নাগ বলেন, আমার বিশ্বাস আমরা সমর্থন করলে মাহাবুবুল বারী চৌধুরী মন্টু মনোনয়ন আনতে পারবে। আমরা দলমত নির্বিশেষে তার জন্য কাজ করলে তিনি অবশ্যই বিজয়ী হবেন।
জেলা যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার এমন কোন অঞ্চলের মানুষ নেই যে বা যারা মন্টু ভাইয়ের সহযোগিতা চেয়ে পাননি। আপনারা একজোট হয়ে দাবি জানালে দল অবশ্যই মন্টু ভাইকে মনোনয়ন দেবে। শাহবাজপুর তথা সরাইলের উন্নয়নের জন্য মন্টু ভাইয়ের জয়ী হওয়া জরুরী।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার বলেন, আমরা সুখে দুখে আছি মন্টু ভাইয়ের সাথে। আপনারা সহযোগিতা করলে আমরা আরো এগিয়ে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মনসুর আলী দানা তার বক্তব্যে বলেন, মন্টু আমাদের শাহবাজপুরের গর্বের ধন। অল্পদিনের জন্য এই উপনির্বাচন হবে। মাত্র ৯-১০ মাসের জন্য। তবুও মন্টু সাহস করে আমাদের কল্যানের জন্য নির্বাচনে এসেছে আমি তাকে ধন্যবাদ জানাই। অনেকেই উন্নয়নের ওয়াদা করেও আমাদের উন্নয়ন করেনা। আজ আমরা সবাই সমর্থন করে যেভাবে জমায়েত হয়েছি, একই ভাবে বিভিন্ন ইউনিয়নে গিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় আল্লাহ মন্টুকে কবুল করেছে বলেই বিএনপির এমপিরা পদত্যাগ করেছেন।
অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে আওয়ামীলীগের প্রার্থী করার দাবি জানান।