সরাইল মুক্ত দিবস পালিত
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকসেনারা দিশেহারা হয়ে সরাইল থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে সরাইলবাসী।
কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানিয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড: জিয়াউল হক মৃধা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের হাঁপনিয়া মুক্তিযোদ্ধের ক্যাম্প ইনচার্জ মুক্তিযোদ্ধা আব্দুল হালিম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ৭১ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেজর শেখ দলীল উদ্দিন আহমেদ(অব:), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা ড. শাজাহান ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা, সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: নজরুল ইসলাম বাচ্ছু , উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জুনায়েদ উদ্দিন ঠাকুর প্রমুখ।