Main Menu

সরাইলে ৭০কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, গ্রেপ্তার: ৪

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে ৭০কেজি ভারতীয় গাজাঁ উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। সেই সাথে চালকসহ গাঁজা বহনকারী পিকআপ আটক এবং হাতেনাতে গ্রেপ্তার করেছেন ৪জনকে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া সঙ্গীয় এসআই আবু বকর সিদ্দিক, নায়েক মিঠুন চন্দ্র ঘোষ ও মো: শাহাদাৎ হোসেনকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার(২৭এপ্রিল) ভোর সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগরাজোর গ্রামের শ্রাবণ বাড়ির উমর আলীর বাড়ির পাশের্^র পাকা রাস্থা থেকে গাজাঁ উদ্ধারসহ ৪জনকে গ্রেপ্তার করেন।

সরাইল থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, উদ্ধারকৃত ৭০(সত্তর) কেজি ভারতীয় গাজাঁর মূল্য ৫লক্ষ ৬০হাজার টাকা। গাজাঁবহনকারী ৯লক্ষ টাকা মূল্যের একটি সাদা পিক আপসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গঙ্গানগর এলাকার ফজলু মিয়ার পুত্র আব্দুর রহমান(২০), একই উপজেলার চর ইসলামপুর মোহাম্মদপুর এলাকার আবু তাহেরের পুত্র মো: সেলিম মিয়া(৩৬), সিরাজুল ইসলামের পুত্র জিয়ামিন(১৮), সরাইল উপজেলার শাহবাজপুর বড় মৌলভীপাড়ার মৃত ফরিদ উদ্দিনের পুত্র পিকআপ চালক মো: শাহজালাল(৩৫)। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে সরাইল থানায় মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






Shares