Main Menu

সরাইলে ৬কেজি কাতল শিকার করে জিতে নিল প্রথম পুরস্কার

+100%-

মোহাম্মদ মাসুদ, সরসইল। সরাইল সরকারি কলেজ সংলগ্ন পুকুরে ৬ কেজি ২৫০গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে জিতে ২ লক্ষ৫০ হাজার টাকার প্রথম পুরস্কার। শুক্রবার সকাল ৬টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত সরাইল সরকারি কলেজ সংলগ্ন পুকুরে সৌখিন মৎস্য শিকারীদের নিয়ে আয়োজন করা হয় বড়শি দিয়ে মৎস্য শিকার প্রতিযোগিতা।

বিভিন্ন জেলা থেকে ৩৬ জন মৎস্য শিকারী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। যার প্রতিটি টিকিটের মূল্য ছিল ২২ হাজার ৫০০শত টাকা। এদিন ৬ কেজি২৫০ গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে প্রথম পুরস্কার ২ লক্ষ ৫০হাজার টাকা জিতে নেয় ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসিন মিয়া। ৬ কেজি ৩০গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে দ্বিতীয় পুরস্কার ১ লক্ষ ২৫ হাজার টাকা জিতে নেয় কিশোরগঞ্জ জেলার ইয়াসিন। তৃতীয় পুরস্কার ৫ কেজি ৫০গ্রাম ওজনের কাতল মাছ শিকার করে ৮০ হাজার টাকা জিতে নেয় মাধবপুর মনতলা এলাকার সবুজ আহমেদ। ৬ লক্ষ ১০হাজার টাকার সর্বমোট ৭টি পুরস্কার দেয়া হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রতিযোগিতা পরিচালনাকারী ও সঞ্চালক মোঃ রতন বক্স এবং আমন্ত্রিত অতিথিরা।






Shares