সরাইলে ২দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা
মোহাম্মদ মসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে ২দিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি মেলা উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর মাননীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা (এমপি) । মেধা সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ, ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর আজ বুধবার সমাপ্তি।
উদ্বোধনীয় অনুষ্ঠানটি সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে , প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ এর মাননীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা,এমপি । বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মোঃ মনিরুজ্জামান ফকির, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোঃ ইকবাল হোসেন, সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মুজুমদার, সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব খান, সরাইল প্রেসকøাবের সাধারন সম্পাদক মাহবুব খান বাবুল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দু জব্বার, আওমীলীগ নেতা মাফুজ আলী প্রমূখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খালিদ জামিল খান । জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলায় সরাইল উপজেলার ২টি কলেজ, ১২টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা এ বিজ্ঞান মেলায় অংশ গ্রহন করেন।