সরাইলে সংখ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের নিজসরাইল গ্রামের বাসিন্দা একই পরিবারের দুই সংখ্যালঘু কে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ব্যাপারে সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, সরাইল থানা ভবনের অদূরে অবস্থিত আইডিয়াল প্রি-ক্যাডেড স্কুলের প্রধান শিক্ষক সুশিল চন্দ্র দেব (৬৩) ও সহকারী শিক্ষক তুষ্টি দেবকে (২৩) শনিবার দুপুরে (১১টা ৪৭ মি.) অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়। তুষ্টি দেব সুশিল চন্দ্র দেবের পুত্র বধূ। শনিবার রাত আটটার দিকে সুশিল চন্দ্র দেব এ ব্যাপারে সরাইল থানায় জিডি করেছেন। সুশিল চন্দ্র দেব বলেন, আমরা নিরিহ মানুষ, সমাজে আমাদের কোনো শত্রুও নেই। সারা জীবন মানুষের উপকারই করেছি। কারো ক্ষতি করিনি। তারপরও এ ঘটনায় আমরা ভয়ের মধ্যে আছি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। আশা করি খুব সহজেই ঘটনার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।