Main Menu

সরাইলে শিশু ও নারী বিষয়ক ওরিয়েন্টেশন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের  উদ্যোগে “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশ গ্রহনে দিন ব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা মিলনায়তনে জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্ধোধন করেন প্রধান অতিথি ইউএনও এ.এস.এম মোসা।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। যৌতুক, বাল্যবিয়ে, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, নারীর ক্ষমতায়ন নিরাপত্তা কার্যক্রম বিষয়ে আরো অধিক সচেনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালা। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, মেডিকেল অফিসার অমিত কুমার দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সমাজসেবা
কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম, সহকারি জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংবাদিক মো. শফিকুর রহমান, শিক্ষক কাওছার সূলতানা, নিকাহ নিবন্ধনকারী হাফেজ আশরাফুল ইসলাম, মাওলানা মাঈনুল ইসলাম ও সুকের পরিচালক মোমিন হোসেন।






Shares