সরাইলে শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সভা
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে:-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গত শনিবার সকাল ১০টায় এক যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মত উপস্থিতি নিশ্চিতকরণে সরাইল ডিগ্রী কলেজ,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সরাইল আইডিয়েল রেসিডেন্সিয়াল স্কুল, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়, চুন্টা এ,সি.একাডেমী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়,সরাইল সদর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ছাএ-শিক্ষক,অভিভাবক-সুধিমন্ডলী,সাংবাদিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস-বিরোধী সমাবেশের আয়োজন করা হয়।
পৃথক সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার -২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সরাইল উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি সরাইল থানা অফির্সাস ইনচার্জ রূপক কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল ডিগ্রীকলেজের ব্যাবস্থাপনা পরিষদের সদস্য আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাহবুব খান, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক,ব্যবস্থাপনা পরিষদের সদস্য ইসমাইল খান ও অহিদুজ্জাামান লস্কর অপু প্রমুখ।