সরাইলে যুবলীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত ! প্রাণনাশের হুমকি!!
সরাইল প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আরিফুল ইসলাম চৌধুরী শুভ (২৫) নামের এক কথিত যুবলীগ নেতার হাতে সাংবাদিক মোহাম্মদ মাসুদ লাঞ্ছিত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সরাইল থানা চত্বরে এ ঘটনা ঘটে। মোহাম্মদ মাসুদ বেসরকারি টেলিভিশন বিজয়, ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোর ডটকম এবং জাতীয় দৈনিক খবর-এর সরাইল উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
সাংবাদিক মাসুদ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ৬ নভেম্বর উপজেলা সদরে আ’লীগের কর্মী সভায় পেশাগত দায়িত্ব পালনকালে মাসুদের সাথে উপজেলা সদরে ছোট দেওয়ান পাড়ার (চানমনি পাড়া) বাসিন্ধা আজিমুল আলম চৌধুরী শুভ’র সাথে মাসুদের কথা কাটাকাটি হয়। গতকাল সোমবার দুপুরে মাসুদ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া বিএনপি জামাতের নেতা কর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে থানায় যান। ফেরার পথে ৬ নভেম্বরের ঘটনার জের ধরে শুভ সহ ৪/৫ জন যুবক মাসুদের গতি রোধ করে। তারা ওইদিনের ঘটনার প্রসঙ্গ টেনে প্রকাশ্যে মাসুদকে লাঞ্ছিত করে ও প্রাণনাশের হুমকি দেয়। তারা এ সময় উপজেলার যে কোন সরকারি দফতরে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করলে দেখে নেওয়ার হুমকিও দেয়। সেই সাথে আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের যে কোন অনুষ্ঠানে তাদের অনুমতি ছাড়া প্রবেশ করলে ফের যে কোন সাংবাদিককে পেটানোর ও গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার ঘোষনা দেয়। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। উপজেলা আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রাশেদ, খায়রুল হুদা চৌধুরী বাদল ও সদস্য ফরহাদ রহমান মাক্কি বলেন, এ ধরনের দুষ্ঠু ছেলেদের সাথে আমরা নেই। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমরা গণমাধ্যম কর্মীদের পাশে থাকব। উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু বলেন, শুভ যুবলীগের কোন পদে নেই। শুধু একজন কর্মী। সে সংবাদ কর্মীদের কাজে বাঁধা দেয়ার কে? সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ বলেন, সে বখাটে প্রকৃতির ছেলে। ঘটনাটি থানা চত্বরে ঘটলেও আমাদের দৃষ্টি গোচরের বাহিরে ছিল।এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নিব। প্রসঙ্গত: শুভ’র পিতা হাফিজুল আলম চৌধুরীর অভিযোগের ভিত্তিতে গত ১৫ এপ্রিল ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছিলেন।