সরাইলে মৎস্য চাষীদের মাঝে সেলাই মেশিন ও জাল বিতরন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক সহায়তা (এআইজিএ) খাতে রবিবার বিকালে ১৪০ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে সেলাই মেশিন ও জাল বিতরন করেছে ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা মৎস্য চাষীদেরকে সেলাই মেশিন ও জাল বিতরন করেছেন । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান । এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: জহিরূল ইসলাম কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত আলী সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি হাজী ইকবাল প্রমুখ।
« নাসিরনগরের ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হোক:: র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (পূর্বের সংবাদ)