সরাইলে মাদক বিরোধী ঝাঁড়ু মিছিল
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে মাদক বিরোধী ঝাঁড়– মিছিল করেছেন পুলিশ ব্যবসায়ি জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সমাজের সকল পর্যায়ের লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ঝাঁড়– মিছিল।
বৃহস্পতিবার(২৪মে) দুপুরে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকিরের নেতৃত্বে সকাল বাজার বিএডিসি মাঠ থেকে মিছিলটি বের হয়। সরাইল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মোড়ে পথ সভায় মিলিত হয়। পথ সভায় মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের বিরোদ্ধে বক্তব্য রাখেন- এএসপি মনিরুজ্জামান ফকির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইকবাল হোসেন, জেলা পরিষদ সদস্য মো. পায়েল হোসেন মৃধা, বাজার কমিটির সভাপতি মাওলানা কুতুব উদ্দিন।
বক্তারা বলেন, মাদক প্রতিরোধে প্রশাসনের কাজ গুলো হচ্ছে চলমান পক্রিয়া। পরিবার সমাজ ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ের সকল মানুষকে মানব সম্পদ ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঝাঁড়– দিয়ে যেভাবে ময়লা পরিস্কার করা হয়, ঠিক সেই ভাবে দেশকে মাদকমুক্ত করতে হবে। মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। তাদেরকে সামাজিক সাংস্কৃতিক সংঘটন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংঘটন সহ কোন কমিটিতেই পদ দেওয়া যাবে না। তাদেরকে সর্বদা ঘৃণার চোখে দেখতে হবে।