সরাইলে ‘ভাষা আন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল মঙ্গলবার বিকেলে ‘ভাষা অন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। জাতীয় সংগীতের মধ্যদিয়ে উপজেলা পাবলিক লাইব্রেরিতে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ সুলেখক জিয়াউল হক মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল, সরাইল থানার ওসি আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, কবি সাংবাদিক মনির হোসেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, আওয়ামীলীগ নেতা সৈয়দ তানবির হোসেন কাউছার, মাহফুজ আলী, স্থানীয় ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি দেবদাস সিংহ রায়, কবিতা আবৃত্তি করেন কবি সাংবাদিক মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান।
বক্তারা বলেন, ১৯৪৭ সালে তমুদ্দিন মজলিশ ও মুসলিম ছাত্রলীগের যুক্ত কমিটির আহবানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে ওই বছরের ২১ ডিসেম্বর সরাইল থানা প্রাথমিক শিক্ষক সমিতির এক সভায় বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। ১৯৪৮ সালের ৫ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে কয়েক বছর ধরে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা হয়ে আসছে। অনুষ্ঠান অঞ্চালনা করেন প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম।