সরাইলে বিদ্যুৎ স্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাউছার (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কাউছার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া পূর্ব পাড়ার আসাদ মিয়ার ছেলে। গতকাল সোমবার দুপুরে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে এ ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, কাউছারদের বাড়ির উত্তর পাশের খালি জায়গায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের (এলটি) কাভার বিহীন ক্যাবল ঝুলে আছে। ক্যাবল গুলো খুবই নিচে হওয়ায় ঝুঁকির কথা তারা একাধিকবার স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কে অবহিত করেছেন। কিন্তু কোন ব্যবস্থা নেয়নি তারা। গতকাল দুপুর ১২টার দিকে কাউছার মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে খালি জায়গা দিয়ে হাঁটতে থাকে। মাথা বরাবর ক্যাবল যে ঝুলছে সেটি খেয়াল করেনি। হঠাৎ করে ওই ক্যাবলে মাথা লাগার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে যায় কাউছার। কয়েক মিনিটের মধ্যে কাউছারের মৃতদেহ মাটিতে পড়ে যায়। আশপাশ থাকে দৌড়ে গিয়ে লোকজন কাউছারকে উদ্ধার করেন। ততক্ষণে কাউছারের মৃত্যু হয়ে গেছে। কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ শরাফত আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সরাইল উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে অবগত নয় বলে জানান।