সরাইলে বন্যা আশ্রয় কেন্দ্র ও বিদ্যালয় উদ্বোধন
মোহাম্মদ মাসুদ , সরাইল ॥ ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে বন্যা কবলিত এলাকায় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ১১ টায় সারা দেশের মত মাননীয় প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যামে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দী আলীম উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার -২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ।
বিদ্যালয়ের সভাপতি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এর সভপতিত্বে , বিশেষ অথিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবদুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, আওয়ামীগের কেন্দ্রীয় কমিঠির সহসম্পাদক কামরুজ্জামান আনসারী, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা মাধ্যামিক সহিদ খালেদ জামিল, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা জাতীয় পার্ঠির সদস্য তৌহিদুল ইসলাম, জাতীয় পার্টি সন্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব এমদাদুল হক সালেক, উপজেলা ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন সেলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সাহেদ আলম খন্দকার, পাকশিমুল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম ।