সরাইলে দুটি ইটভাটাকে আট লাখ টাকা জরিমানা
মোহাম্মদ মাসুদ, সরাইল।। সরাইল গত সোমবার সন্ধ্যায় দুটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয় আট লাখ টাকা জরিমানা আদায় করেছে। ইটভাটা দুটি হছে উপজলার নোয়াগাঁও ইউনিয়নর নায়াগাঁও গ্রামর সানু ব্রিকস ও একই ইউনিয়নর আঁখিতারা গ্রামর উদয় ব্রিকস।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রভাবশালী দুই ব্যক্তি কয়েক বছর ধরে অবৈধভাবে ইটভাটা চালিয় আসছন। তাদর কোনা বৈধ অনুপতিপত্র নই। গত সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতর অভিযানের সময় দুই ইটভাটার মালিক ও সকল কর্মচারী পালিয়ে যায়। ভ্রাম্যামাণ আদালতর নেতৃত্ব ছিলন সরাইল উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল।
ইউএনও) আরিফুল হক মদুল বলন, ‘ইটভাটা দুটিকে চার লাখ করে আট লাখ টাকা জরিমানা করা হয়ছ। সই সঙ্গে আগামী এক মাসর মধ্যে বৈধ অনুমাদোন আনতে না পারলে ইটভাটা দুটি বন্ধ কর দেওয়া হবে।’
« সমাজে বিশৃংখলা সৃষ্টিকারিদের কঠোর হস্তে দমন করা হবে–পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান। (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ভেঙে দোকানে চুরি »