সরাইলে তৃতীয় ধাপে নবনির্বাচিত ৯ ইউপি সদস্যদের শপথ গ্রহণ ও বরণ অনুষ্ঠান
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার তৃতীয় ধাপে নবনির্বাচিত ৯টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শপথ নবনির্বাচিত ৯জন চেয়ারম্যানকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল ১০৮ জনকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। ২৭ জন নারী সংরক্ষিত সদস্য ৮১ জন সাধারণ ওয়ার্ডের সদস্য সবাই এ শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জনগনের খেদমত করার জন্য জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছেন, তাই আপনাকে সঠিকভাবে জনগণের খেদমত করার জন্য কাজ করতে হবে বলে আহবান জানান সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল।
শপথ গ্রহন অনুষ্টানে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা ভাইস চেয়ারম্যন আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যন, রোকেয়া বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সরাইল থানা তদন্ত কর্মকর্তা মোঃ শেহাবুর রহমান, উপজেলার ৯টি ইউপি নবনির্বাচিত চেয়ারম্যন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।