সরাইলে তুচ্ছ ঘটনায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ,আহত ৩০
মোহাম্মদ মাসুদ , সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানান, বুধবার দুপুরে সরাইল বাজারে পাহারাদারের বেতন নিয়ে সৈয়দ টুলা গ্রামের আব্দুল আহাদ মিয়ার ছেলে টিভি মিস্ত্রী বাদল (২৬) ও বাজার পাহারাদার আক্কাস , মরম মিয়ার মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এরই সূত্র ধরে তাদের সৈয়দ টুলা গ্রামের ফকির পাড়া ও পশ্চিম পাড়ায় দু-দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ারচেল ও রাবারবুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
সংর্ঘষে অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত সাবেক চেয়ারম্যন চঞ্চল মিয়াকে আশংকাজনক হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকীদেরকে সরাইল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা বলেন, সৈয়দ টুলা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।